Ad Code

SONAR কি এর ব্যবহার কি

 SONAR কি এর ব্যবহার কি ? 

SONAR হল একটি বিশেষ যন্ত্র যার সাহায্যে জল তলের গভীরে অনুসন্ধান ও দূরত্ব মাপা হয়। এর পুরো নাম Sound Navigation and Ranging অথবা Sonographic Navigation and Ranging. 

এছাড়া এর সাহায্যে ডুবন্ত জাহাজের ধ্বংসাবশেষ-এর অবস্থান, সাবমেরিন, সমুদ্রের নীচে মাছের ঝাঁকের উপস্থিতি ইত্যাদি নির্ণয়ে ব্যবহার করা হয়। 

• এই যন্ত্রে শব্দোত্তর শব্দতরঙ্গ ব্যবহার করা হয়।

• এর দুটি অংশ আছে যথা - 

(১) ট্রান্সমিটার - যা শব্দোত্তর তরঙ্গ উৎপাদন করে।

(২) গ্রাহক ও রেকর্ডিং যন্ত্র - যা প্রতিফলিত শব্দোত্তর তরঙ্গ গ্রহণ করে। 

ব্যবহার - 

(১) মাছধরার নৌকা বা ট্রলারের সঙ্গে সংযুক্ত সোনারের সাহায্যে জলের গভীরে মাছের ঝাঁকের উপস্থিতির হদিশ পাওয়া যায় এবং তাদের শিকার করা সহজ হয় 

(২) সমুদ্রের তলদেশে ডুবোজাহাজের ধ্বংসাবশেষ সন্ধানে ব্যবহৃত হয়। 

(৩) সমুদ্রের তলদেশের গঠন জানার কাজে। 

(৪) সমুদ্রের গভীরে থাকা ডুবোপাহাড় বা হিমশৈলের (icebergs) চূড়ার অবস্থান চিহ্নিতকরণের কাজে 'সোনার' ব্যবহৃত হয়।

Post a Comment

0 Comments

Close Menu