Ad Code

মিলার ও উরের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন এর অনুপাত কত ছিল

মিলার ও উরের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন এর অনুপাত কত ছিল?

উত্তর : মিলার ও উরের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন এর অনুপাত ছিল 

মিথেন:অ্যামোনিয়া:হাইড্রোজেন= 2:1:2

মিলার ও উরের পরীক্ষা : 

কারণ : ওপারিন ও হ্যালডেন এর "জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি" মতবাদের সত্যতা যাচাই করা। 

পরীক্ষক: স্ট্যানলি মিলার(Staynley Miller) ও হ্যারল্ড উরে(Harold Urey)

সময়কাল : 1953 খ্রিস্টাব্দ। 

প্রয়োজনীয় উপাদান :  মিথেন:অ্যামোনিয়া:হাইড্রোজেন= 2:1:2 এছাড়া জলীয় বাষ্প। 

যন্ত্রপাতি: স্পার্ক ডিসচার্জ অ্যাপারাটাস, ইলেকট্রোড, বার্নার, স্ট্যান্ড, কনডেনসার

পরীক্ষার শর্ত: মিথেন:অ্যামোনিয়া:হাইড্রোজেন= 2:1:2

800°C উষ্ণতা

পরীক্ষালব্ধ পদার্থ: 

অ্যামাইনো অ্যাসিড: অ্যালানিন, অ্যাসপারটিক অ্যাসিড, গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড

জৈব অ্যাসিড: সাকসিনিক অ্যাসিড, ফরমিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড, 

অন্যান্য উপাদান: অ্যাডিনিন, 



Post a Comment

0 Comments

Close Menu