Ad Code

শব্দ কাকে বলে

 


শব্দ কাকে বলে 

শব্দ (Sound): কম্পনশীল বস্তু থেকে নির্গত যে শক্তি তরঙ্গের আকারে সংবাহিত হয়ে আমাদের কানে পৌঁছোয় ও মস্তিষ্কে বিশেষ ধরনের অনুভূতি সৃষ্টি করে, তাকে শব্দ বলে।

• শব্দ স্থিতিস্থাপক ও নিরবচ্ছিন্ন মাধ্যমের মধ্য দিয়ে সংবাহিত হয়। 

• শব্দের উৎস হল স্বনক।

Post a Comment

0 Comments

Close Menu