Ad Code

স্বনক কাকে বলে

স্বনক কাকে বলে?




উত্তর: শব্দের উৎসকে স্বনক বলে। 

স্বনক কঠিন, তরল ও গ্যাসীয় হতে পারে। যেমন- সেতারের তার টেনে ছেড়ে দিলে মিষ্টি শব্দ উৎপন্ন হয়। পুকুরের জলে একটি পাথর ফেললে বা বাঁশিতে ফুঁ দিলে শব্দের সৃষ্টি হয়। এখানে সেতারের তারের কম্পন, পুকুরের জলের কম্পন, বাঁশির মধ্যের কম্পমান বাতাস - এগুলি হল শব্দের উৎস বা স্বনক।

শব্দের উৎস (Source of sound): যে-কোনো কম্পনশীল বস্তুই হল শব্দের উৎস।







Post a Comment

0 Comments

Close Menu