উচ্চমাধ্যমিকে ভর্তির জন্য প্রয়োজনীয় ন্যূনতম নম্বর – WBCHSE-এর নতুন নির্দেশিকা প্রকাশ
West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে, যেখানে উচ্চমাধ্যমিক স্তরের (Class XI) নির্দিষ্ট বিজ্ঞানভিত্তিক ইলেকটিভ বিষয়ে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত ন্যূনতম নম্বর সংক্রান্ত নির্দেশিকা জানানো হয়েছে।
কোন বিষয়ে কত নম্বর লাগবে?
WBCHSE অনুযায়ী, নিম্নলিখিত বিষয়গুলোতে ভর্তি হওয়ার জন্য ছাত্রছাত্রীদের মাধ্যমিকে নির্দিষ্ট বিষয়ে নির্ধারিত পরিমাণ নম্বর থাকতে হবে:
(1) গণিত, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি তে ভর্তির জন্য গণিতে ৩৫% নম্বর লাগবে।
(2) জীববিজ্ঞানে ভর্তির জন্য লাইফ সায়েন্স বা সমতুল্য বিষয়ে ৩৫% নম্বর লাগবে।
(3) পদার্থবিদ্যা, রসায়ন এ ভর্তির জন্য- ফিজিক্যাল সায়েন্স বা সমতুল্য বিষয়ে ৩৫%
(4) ভূগোল এ ভর্তির জন্য ভূগোলে ৩৫% নম্বর লাগবে।
এই ন্যূনতম নম্বরের শর্তাবলি আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। সকল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের WBCHSE-এর ওয়েবসাইটের নোটিফিকেশন বিভাগ ও ডাউনলোড সেন্টার নিয়মিত পর্যবেক্ষণের অনুরোধ জানানো হয়েছে, যাতে সর্বশেষ আপডেট পেতে কোনো অসুবিধা না হয়।
এই নতুন নির্দেশিকাটি ছাত্রছাত্রীদের এবং বিদ্যালয় কর্তৃপক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিক পরীক্ষায় নম্বর জানার পরপরই ইলেকটিভ বিষয় নির্বাচনের সময় এই নির্দেশিকা অনুসরণ করতে হবে। অভিভাবকরাও এই নিয়ম সম্পর্কে সচেতন থাকলে উপকার পাবেন।
সূত্র: West Bengal Council of Higher Secondary Education (WBCHSE)
0 Comments