Ad Code

তৃতীয় হয়ে নজর কাড়ল বাঁকুড়ার ঈশানী, জানুন তার সাফল্যের গোপন মন্ত্র!

তৃতীয় হয়ে নজর কাড়ল বাঁকুড়ার ঈশানী, জানুন তার সাফল্যের গোপন মন্ত্র!



২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় চমকে দিল বাঁকুড়ার কন্যা ঈশানী চক্রবর্তী। কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। পড়াশোনার পদ্ধতিতে ছিল বিশেষ পরিকল্পনা। রুটিন মেনে প্রতিদিনের পড়া এগিয়ে নিয়ে গিয়েছে সে। শুধু সময় ধরে পড়া নয়, বরং বিষয়ভিত্তিক গভীর অনুধাবনেই বিশ্বাস করে ঈশানী। তার মতে, স্মার্ট ও হার্ডওয়ার্ক— দুইয়ের সমন্বয়েই সফলতা সম্ভব।


ঈশানী বেড়ে উঠেছে এক যৌথ পরিবারে। মা সোনালী চক্রবর্তী ও বাবা হীরালাল চক্রবর্তী দু’জনেই শিক্ষক। তাঁরা কখনও মেয়ের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করেননি। বরং মেয়ের পছন্দ অনুযায়ী পাশে থেকেছেন সব সময়। ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করে সমাজের জন্য কিছু করতে চায় ঈশানী। যদিও পড়াশোনার চাপে তার আঁকার প্রতি ভালোবাসায় খানিক ভাঁটা পড়েছে, তবুও অবসরে ছবি আঁকাই তার প্রিয় শখ।


২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ২ মে। ৬৯ দিনের মাথায় এই ফলাফল ঘোষণা হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৬৯ হাজারের বেশি। পাশের হার ৮৬.৫৬ শতাংশ, যা গত বছরের তুলনায় উন্নত। প্রথম স্থানে রয়েছে উত্তর দিনাজপুরের আদৃত সরকার (৬৯৬), দ্বিতীয় স্থানে অনুপম বিশ্বাস ও সৌম্য পাল (৬৯৪), এবং তৃতীয় স্থানে ঈশানী চক্রবর্তী (৬৯৩)। জেলার বিচারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর, তারপর কালিম্পং ও কলকাতা।





Post a Comment

0 Comments

Close Menu