Ad Code

একনজরে মাধ্যমিক ২০২৫ রেজাল্ট | Madhyamik 2025 Result Summary

 একনজরে মাধ্যমিক ২০২৫ রেজাল্ট 



গত 2 মে প্রকাশিত হয়েছে মাধ্যমিক 2025 এর রেজাল্ট। 

👉এবছর পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার 96.46 %। 

👉দ্বিতীয় স্থানে কালিম্পং। 

👉পাশের হারে তৃতীয় স্থানে কলকাতা। 

👉রাজ্যে মোট পাশের হার 86.56 %। 

👉গত বছর পাশের হার ছিল 86.31%। 

👉মাধ্যমিকে প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার। পেয়েছেন 696 অর্থাৎ 99.43%


👉এবারে দ্বিতীয় হয়েছেন মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস (694) এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলেরসৌম্য পাল (694)। 

👉মাধ্যমিকে তৃতীয় স্থানে বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর 693।


👉এবছর মাধ্যমিকে মেধাতালিকায় আছেন 66 জন।


👉27 % ছাত্রী বেশি ছাত্রদের তুলনায়

রেগুলার পরীক্ষার্থী 9 লক্ষ 13 হাজার 883 জন। কন্টিনিউয়িং পরীক্ষার্থী 54 হাজার 143 জন। কম্পাটমেন্টাল পরীক্ষার্থী 1 হাজার 399 জন। ছেলেদের সংখ্যা 4 লক্ষ 25 হাজার 881 জন। মেয়েদের সংখ্যা 5 লক্ষ 43 হাজার 544 জন। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসা ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় 27 শতাংশের ওপর ছিল। গতবারের তুলনায় সব মিলিয়ে 56 হাজার পরীক্ষার্থী বেশি ছিল।



Post a Comment

0 Comments

Close Menu