Ad Code

কিভাবে দেখবেন উচ্চ মাধ্যমিক এর রেজাল্ট (HS Result 2025)

কিভাবে দেখবেন উচ্চ মাধ্যমিক এর রেজাল্ট (HS Result 2025)



অবশেষে উচ্চ মাধ্যমিক ২০২৫ এর রেজাল্ট প্রকাশিত হবে ৭ মে দুপুর ১২:০০ তে কনফারেন্স এর মাধ্যমে। এবং তারপর বিকাল ২ টা থেকে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে ওয়েবসাইট এর মাধ্যমে। যদি তোমরা তোমাদের রেজাল্ট এক ক্লিকেই দেখতে চাও তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করো। 


💻 রেজাল্ট প্রকাশ: 

৭ মে ২০২৫, দুপুর ১২ টা


💻 অনলাইনে রেজাল্ট প্রকাশ : 

৭ মে ২০২৫, সকাল ২টা 


💻 মার্কশিট বিতরণ : ৮ তারিখ। 


💻 রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইট : 

👉www.wbresults.nic.in

👉www.indiaresults.com

👉www.exametc.com

এছাড়াও আরো বিভিন্ন ওয়েবসাইট এর মাধ্যমে দেখা যাবে এই রেজাল্ট। 


💻সাবধানতা : তবে সেদিন ওয়েবসাইটে ট্রাফিক বেশি থাকার কারণে রেজাল্ট সঙ্গে সঙ্গে নাও দেখা যেতে পারে। তার জন্য একটু ধৈর্য ধরে রেজাল্ট দেখতে হবে। একটি ওয়েবসাইটে না দেখা গেলে অন্য ওয়েবসাইটে দেখার চেষ্টা করতে হবে। 


💻 রেজাল্ট দেখার জন্য প্রয়োজনীয় তথ্য : 

👉রোল নম্বর(Roll No)

এই Roll no টা তোমরা তোমাদের Admit Card থেকে পেয়ে যাবে। 


পদ্ধতি(Process) : 


উদাহরণ স্বরূপ আমি 

www.indiaresults.com এর পদ্ধতি দেখালম -


(১) প্রথমে google Search এ গিয়ে india result সার্চ করলে প্রথমেই 

www.indiaresults.com ওয়েবসাইট টি আসবে।


(২) এই ওয়েবসাইট টি তে ক্লিক করতে হবে। একটি নতুন পেজ ওপেন হবে। 

(৩) নিচের দিকে wb অপশনে ক্লিক করতে হবে। 

(৪) Recent Uploaded অপশনে West Bengal Council of Higher Secondary Education অপশন এ ক্লিক করতে হবে। 

(৫) Roll no দিয়ে submit অপশন ক্লিক করলে দেখতে পারবে নিজের রেজাল্ট নিজের ফোনেই। 



Post a Comment

0 Comments

Close Menu