Ad Code

গর্ভাবস্থায় ক্যালশিয়ামের চাহিদা বৃদ্ধির কারণ

 


গর্ভাবস্থায় ক্যালশিয়ামের চাহিদা বৃদ্ধির কারণসমূহ:

 (1) গর্ভস্থ শিশুর দাঁত ও অস্থির সঠিক বৃদ্ধি ও গঠনের জন্য মায়ের দেহে ক্যালশিয়ামের চাহিদা বেড়ে যায়। 

(2) গর্ভাবস্থার 30 সপ্তাহ পর থেকে দৈনিক 300mg ক্যালশিয়াম মায়ের দেহ থেকে ভ্রূণে সঞ্চারিত হয় এবং ভূণের ক্যালশিয়ামের দুই-তৃতীয়াংশ মায়ের দেহ থেকেই আসে। 

- তাই গর্ভবতী মায়ের দেহে ক্যালশিয়ামের প্রয়োজনীয়তা যথেষ্ট বেশি হয়।

Post a Comment

0 Comments

Close Menu