সোদপুর সেন্ট জেভিয়ার্স স্কুলে আইসিএসই ও আইএসসি-তে দ্বৈত সাফল্য, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
উত্তর ২৪ পরগনার সোদপুরে অবস্থিত সেন্ট জেভিয়ার্স স্কুল এক নজরকাড়া সাফল্য অর্জন করেছে এই বছর আইসিএসই (ICSE) ও আইএসসি (ISC) পরীক্ষায়। একই বিদ্যালয় থেকে দুই ছাত্র পৃথক দুই পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেছে, যা নিঃসন্দেহে গর্বের বিষয়।
আইএসসি(ISC) বিভাগে প্রথম স্থান অধিকার করেছে কার্তিক দাস। সে ৪০০ নম্বরের মধ্যে ৩৯৯ নম্বর পেয়ে সম্ভাব্য সর্বোচ্চ প্রাপ্ত নম্বর অর্জন করেছে। কার্তিক জানিয়েছে, তার এই সাফল্যের পেছনে রয়েছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত সহায়তা। কোনোরকম গৃহশিক্ষকের সাহায্য ছাড়াই শুধু স্কুলের উপর ভরসা রেখেই সে এই অসাধারণ ফলাফল অর্জন করেছে। অবসরে পাঠ্যক্রমের বাইরে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করত সে। ভবিষ্যতে আইআইটিতে(IIT) পড়ে দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে চায় কার্তিক।
অন্যদিকে, আইসিএসই(ICSE) বিভাগে প্রথম স্থান অধিকার করেছে আদিত্য তিওয়ারি। সে ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়েছে। দীর্ঘদিন ধরেই সে এই পরীক্ষায় সফল হওয়ার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে এসেছে। আদিত্য তার সাফল্যের জন্য বাবা-মা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের কৃতিত্ব দিয়েছে। ভবিষ্যতে UPSC পরীক্ষার মাধ্যমে দেশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার লক্ষ্য রয়েছে তার।
এই জোড়া সাফল্যে উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই ছাত্র-ছাত্রী সহ সকল সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
0 Comments