Ad Code

HS 2026 News: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! তৃতীয় ও চতুর্থ সিমেস্টার কবে, জেনে নাও এখনই

HS 2026 News: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! তৃতীয় ও চতুর্থ সিমেস্টার কবে, জেনে নাও এখনই



2025 সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এই বছর ছিল বাৎসরিক ভিত্তিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ অধ্যায়। আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে নতুন সেমেস্টার ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি।


নতুন নিয়ম অনুযায়ী, একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট চারটি সেমিস্টার থাকবে। তার মধ্যে উচ্চ মাধ্যমিক মূল্যায়ন হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে। চলতি বছরেই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে 8 সেপ্টেম্বর থেকে, যা চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত—মোট 12 দিন ধরে। চতুর্থ সেমিস্টারের মূল্যায়ন শুরু হবে 12 ফেব্রুয়ারি থেকে এবং চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত।


এই সময়ের মধ্যে প্রথম ও তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা একই সঙ্গে নেওয়া হবে। প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত (ভোকেশনাল বাদে), এবং তৃতীয় সেমিস্টার হবে দুপুর 1টা থেকে 2:15 পর্যন্ত।


যেসব পরীক্ষার্থী এবারে অকৃতকার্য হয়েছে, তারা চাইলে নতুন সেমিস্টার পদ্ধতিতে অংশ নিতে পারবে। তাদের স্কুলের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 7 মে রাত থেকেই। নতুন নিয়মে অংশ নিলে পরীক্ষার্থীকে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার দিতে হবে।


অন্যদিকে, যারা পুরনো পদ্ধতিতেই পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে 12 থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে, প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত।


এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 3 মার্চ এবং শেষ হয় 18 মার্চ। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 4 লক্ষ 73 হাজার 919 জন। তার মধ্যে পাশ করেছেন 4 লক্ষ 30 হাজার 286 জন। পাশের হার 90.79 শতাংশ। মোট 62টি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছিল। শীর্ষ দশে স্থান পেয়েছেন 72 জন পরীক্ষার্থী। এবার থেকেই ফলাফলে যুক্ত হয়েছে কিউআর কোড এবং পার্সেন্টাইল—একটি যুগান্তকারী পদক্ষেপ বলে জানায় শিক্ষা সংসদ।

Post a Comment

0 Comments

Close Menu