| বিষয় | মেঘ (Cloud) | কুয়াশা(Fog) |
|---|---|---|
| সংজ্ঞা | ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর ঘনীভবন প্রক্রিয়ায় সৃষ্ট ছোটো ছোটো জলকণা বা তুষারকণা যখন ধূলিকণা, লবণকণা প্রভৃতিকে আশ্রয় করে ভেসে বেড়ায়, তখন তাকে মেঘ বলে | ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল স্থানের সংস্পর্শে এসে বা উয় ও শীতল বায়ুর মিশ্রণে ঘনীভবন প্রক্রিয়ায় সৃষ্ট ছোটো ছোটো জলকণা ধোঁয়ার মতো ভাসতে থাকে, একে কুয়াশা বলে। |
| অবস্থান | উচ্চ বায়ুমণ্ডলের প্রায় 1,600-20,000 ফুট উচ্চতায় মেঘ গঠিত হয়। | ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় 400 ফুটেরও (প্রায় 120 মিটার) অধিক উচ্চতায় কুয়াশা গঠিত হয়। |
| সৃষ্টি | জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বাকাশে প্রসারিত হয়ে তাপবিযুক্ত প্রক্রিয়ায় শীতল ও ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। | ভূপৃষ্ঠস্থ জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাসমান জলকণার সমন্বয়ে কুয়াশার সৃষ্টি করে। |
| বর্ণ | বেশিরভাগ মেঘ কালো, ধূসর, সাদা, কিংবা লালচে আভাবিশিষ্ট হয়ে থাকে। | কুয়াশা ধোঁয়াটে বর্ণের ন্যায় হয়ে থাকে |
| অধঃক্ষেপণ | মেঘ থেকে অধঃক্ষেপণের সুযোগ থাকে। | কুয়াশা থেকে অধঃক্ষেপণের সুযোগ নেই। |
| বিলীনতা | অধঃক্ষেপণের পর মেঘ বিলীন হতেও পারে আবার নাও পারে। | বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ক্রমশ বিলীন হতে হতে একসময় মিলিয়ে যায়। |
| দৃশ্যমানতা | ভূপৃষ্ঠে দৃশ্যমানতায় মেঘ বাধা দেয় না | কুয়াশা ভূপৃষ্ঠে দৃশ্যমানতায় ব্যাপক বাধার সৃষ্টি করে। |
| প্রভাব | মেঘ থেকে বৃষ্টিপাত, তুষারপাত সংঘটিত হয়। | কুয়াশার প্রভাবে সড়ক, রেল, নৌ, বিমান চলাচল ব্যাহত হয় |
0 Comments