ইনসিনেরেটর কী?
উত্তর: ময়লা, আবর্জনা বা বর্জ্য পদার্থ যে যন্ত্রের সাহায্যে পুড়িয়ে ফেলা হয়, তাকে ইনসিনেরেটর বলে। এই যন্ত্রে উচ্চ তাপমাত্রায় বর্জ্য পদার্থগুলিকে দহন করে ছাই ও তাপ উৎপাদন করা হয়। এটি 'Waste Management' পদ্ধতির অন্তর্গত। কেমোথেরাপিক সরঞ্জাম বা রোগজীবাণু ও অধিবিষকে ইনসিনেরেশন (Incineration) প্রক্রিয়ায় পুড়িয়ে ফেলা হয়। ইনসিনেরেটর ইনসিনেরেশন প্রক্রিয়ার মাধ্যমে কঠিন বর্জ্যের ভরকে প্রায় 80-85% এবং আয়তনকে প্রায় 95-96% কমিয়ে আনতে সক্ষম। ইনসিনেরেশন প্রক্রিয়ায় নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড-এর মতো গ্যাস নির্গত হয়।
0 Comments