| বিষয় | প্রচ্ছায়া(Umbra) | উপচ্ছায়া(Penumbra) |
|---|---|---|
| সংজ্ঞা | বিস্তৃত আলোক উৎসের গতিপথে রাখা অস্বচ্ছ বস্তুর যে ছায়া পর্দায় গঠিত হয়, তার মাঝের গাঢ় অন্ধকারাচ্ছন্ন অংশকে প্রচ্ছায়া বলে। | বিস্তৃত আলোক উৎসের গতিপথে রাখা অস্বচ্ছ বস্তুর যে ছায়া পর্দায় গঠিত হয়, তার প্রচ্ছায়াকে ঘিরে থাকা অপেক্ষাকৃত কম অন্ধকারাচ্ছন্ন অংশকে উপচ্ছায়া বলে। |
| উৎসের দৃশ্যমানতা | প্রচ্ছায়া অংশ থেকে আলোক উৎসের কোনো অংশকে একেবারেই দেখা যায় না | উপচ্ছায়া অংশ থেকে আলোক উৎসকে আংশিকভাবে দেখা যায় |
| বিস্তৃতি | আলোক উৎসের তুলনায় অস্বচ্ছ বস্তুর আকৃতি ছোটো হলে প্রচ্ছায়া অংশের ক্ষেত্রফল উপচ্ছায়ার তুলনায় কম হয়। | উৎস অপেক্ষা অস্বচ্ছ বস্তু আকৃতিতে ছোটো হলে উপচ্ছায়া অংশের ক্ষেত্রফলপ্রচ্ছায়ার তুলনায় বেশি |
0 Comments